সহস্র শৈবাল দাম বাঁধে আসে তারে।
যে জাতি জীবন হারা অচল অসাড়,
পদে পদে বাধে তারে জীর্ণ লােকাচার।
সর্বজন সর্বক্ষণ চলে সেই পথে
তৃণ গুল্ম সেথা নাহি জন্মে কোন মত।
যে জাতি চলে না কভু, তারি পথ পরে
তন্ত্রমন্ত্র সহিংসতায় চরণ না সরে।
সারমর্ম: যে জাতির জীবন বিচ্ছিন্ন অসাড় সে জাতির গতিময় অগ্রযাত্রায় নেমে আসে স্থবিরতা। গতিশীল জীবনে কুসংস্কার বাধা হয়ে দাঁড়াতে পারে না। গতিহীন অসাড় জাতির পথে সহিংসতা এবং কুসংস্কার প্রতিবন্ধকতার দুর্লঙ্ঘ্য দেয়াল তুলে ধরে।
Post a Comment