SkyIsTheLimit
Bookmark

অ্যানথ্রাক্স সম্পর্কে সচেতন করে তােমার ছােট ভাইকে একটি পত্র লেখাে

যশাের
১৫ই জানুয়ারি, ২০১৭
স্নেহের সুমিত, 
স্নেহাশিস রইল। আশা করি ভালাে আছ। আমিও ভালাে আছি। তােমাকে আমি অ্যানথ্রাক্স রােগ সম্পর্কে জানানাের জন্য লিখতে বসেছি। তুমি কি জাননা অ্যানথ্রাক্স রােগটা আসলে কী? এটি হচ্ছে ব্রাসিলাস অ্যানগ্রাসিস নামক এক প্রকার ব্যাকটেরিয়া ঘটিত রােগ। এ ব্যাকটেরিয়া সাধারণত গবাদি পশুকে আক্রমণ করে এবং অ্যানথ্রাক্স নামক রােগের সৃষ্টি করে। আক্রান্ত হওয়ার ৪৮-৭২ ঘণ্টার মধ্যে আক্রান্ত পশু মারা যায়। কিন্তু এই গবাদি পশুর থেকে রােগটি মানুষের মাঝে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত গবাদি পশুর মাংস, চামড়া, অস্থিমজ্জা, লালা, রক্ত ইত্যাদি স্পর্শ করলে ব্যাকটেরিয়াটি মানবদেহে প্রবেশ করলে অ্যানথ্রাক্স নামক রােগের সৃষ্টি হয়। অ্যানথ্রাক্স রােগে সাধারণত চামড়ার উপর পােড়া ক্ষতের মতাে ফোসকা দেখা দেয়। তবে ভয়ের কোনো কারণ নেই। একটু সচেতন হলেই এই রােগ নিরাময় ও প্রতিরােধ করা সম্ভব। উপযুক্ত চিকিৎসা গ্রহণ করলেই এই রােগ নিরাময় করা যায়। তবে সবচেয়ে ভালাে পদক্ষেপ হলাে রােগ প্রতিরােধ ব্যবস্থা করা। এজন্য অ্যানথ্রাক্স রােগের টিকা গ্রহণ করা যায়। 
আমরা সবাই ভালাে আছি। সামনের ছুটিতে বাড়িতে এসাে। ভালাে থেকো। 
ইতি- 
তােমার বড় ভাই 
অরণ্য 
* [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment