SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ যে জাতি জীবনহারা অচল অসাড়, পদে পদে বাঁধে তারে জীর্ণ লােকাচার

মূলভাব: স্থবিরতা জাতীয় জীবনকে বিপর্যস্ত করে। জাতীয় জীবনকে ঐশ্বর্যমণ্ডিত ও সমৃদ্ধ করার জন্যে চাই গতিশীল চেতনা ও আদর্শ।
সম্প্রসারিত ভাব: চলমানতাই জীবন, নিশ্চলতাই মৃত্যু। সেই চলমানতার স্রোতে জীবন সহজ ও স্বচ্ছন্দ গতিতে রূপ-রূপান্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলে। কিন্তু কখনও কোনাে কারণে যদি তার সেই গতির ছন্দ পতন ঘটে, জীবন যদি তার স্বাভাবিক চলার পথে বাধাপ্রাপ্ত হয়, তা হলে সে তার সুন্দর স্বাভাবিক বিকাশ হারিয়ে বিকৃত রূপ পরিগ্রহ করে। তখন তার মধ্যে নানা বিকার এবং কদর্যতার প্রাদুর্ভাব ঘটে। নানা পাপ ও পঙ্কিলতার আবর্তে জীবন অভিশপ্ত হয়ে পড়ে। এটা যেমন ব্যক্তির জীবনে সত্য, তেমনি সত্য জাতির জীবনেও। সকল জাতিরই থাকে একটি স্বাভাবিক গতির ছন্দ। সেই ছন্দের মধ্যেই ঘটে জাতির বিকাশ। কিন্তু 1. কোনােদিন যদি সেই জাতি তার গতিশীলতা হারিয়ে ফেলে তবে জাতীয় জীবনের দিকে দিকে দেখা দেয় অবাঞ্ছিত জড়তা। এই জড়তা জাতীয় জীবনের প্রধান শত্রু। কালক্রমে এখান থেকে জন্ম নেয় নানা বিকৃতির ও পচনের। সঙ্গে সঙ্গে নানা দেশাচার ও লােকাচারের আবর্জনার স্তুপ তার জীবনধারা পঙ্গু ও নিশ্চল করে দেয়। তখনই জাতির ভাগ্যাকাশে দুর্যোগের মেঘ ঘনিয়ে আসে। তখনই জাতির হাতে-পায়ে পড়ে নানা বিধি-নিষেধের বেড়ি, নিষ্ঠুরভাবে বাজতে থাকে পরাধীনতার শিকল।
মন্তব্য: যে জাতির জীবনধারা অচল, অসার সে জাতির অপমৃত্যু অবশ্যম্ভাবী। গতিশীল জীবনপ্রবাহই জাতীয় জীবনকে করে জীবন্ত ও উজ্জ্বল।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment