SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: হাস্য শুধু আমার সখা? অশ্রু আমার কেহই নয়? হাস্য করে অর্ধ-জীবন করেছি তাে অপচয়

হাস্য শুধু আমার সখা? অশ্রু আমার কেহই নয়? 
হাস্য করে অর্ধ-জীবন করেছি তাে অপচয় 
চলে যারে সুখের রাজ্য, দুঃখের রাজ্য নেমে আয় 
গলা ধরে কাঁদতে শিখি গভীর সমবেদনায় । 
সুখের সঙ্গ ছেড়ে করি দুঃখের সঙ্গে বসবাস 
ইহাই আমার ব্রত হউক, ইহাই আমার অভিলাষ। 
যেথায় ক্লান্তি যেথায় ব্যাধি, যন্ত্রণা ও অশ্রুজল, 
ওরে তােরা হাতটি ধরে আমায় সেথা নিয়ে চল। 
পরের দুঃখে কাঁদতে শেখা তাহাই শুধু চরম নয়। 
মহৎ দেখে কাঁদতে জানা- তবেই কাঁদা ধন্য হয়।
সারমর্ম: মানবজীবনে সুখ ও দুঃখ অঙ্গাঙ্গিভাবে জড়িত। পরের দুঃখে সমব্যথী হওয়াতেই মানব জন্মের সার্থকতা। আবার মহতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমেই মানব হৃদয়ে মহত্ত্বের প্রকাশ ঘটে‌।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment