SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও

পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও। 
পরের কারণে মরণেও সুখ, 
সুখ' সুখ' করি কেঁদ না আর, 
যতই কাঁদিবে, যতই ভাবিবে 
ততই বাড়িবে হৃদয় ভার। 
আপনারে লয়ে বিব্রত রহিতে 
আসে নাই কেহ অবনী পরে, 
সকলের তরে সকলে আমরা 
প্রত্যেকে মােরা পরের তরে।
সারমর্ম: পরের কল্যাণের জন্যে নিজের স্বার্থত্যাগের মধ্যেই প্রকৃত সুখ নিহিত। স্বীয় স্বার্থে নিজেকে ব্যস্ত রাখলে কোনােদিনই সুখ আসে না। তাই অপরের মঙ্গল সাধনের জন্য নিজের জীবন উৎসর্গ করা বাঞ্ছনীয়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment