SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ জীবে দয়া করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর।

মূলভাব :যে ব্যক্তি স্রষ্টার সৃষ্ট জীব-জন্তুর সেবায় আত্মনিয়ােগ করে, সে ব্যক্তিই স্রষ্টার শ্রেষ্ঠ উপাসক এবং সেবক ‌।
সম্প্রসারিত ভাব : সৃষ্টিকর্তার সৃষ্ট জীব-জন্তুর মধ্যে তার অস্তিত্ব রয়েছে। আমাদের এ পৃথিবীতে সৃষ্টিকর্তার সন্তুষ্টি বিধানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তার উপাসনা বা এবাদত করে থাকে। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় মানুষ নানা ভাবে নানা জায়গায় স্রষ্টার সন্ধান করে বেড়ায়। বস্তুত স্রষ্টার নৈকট্য লাভের জন্য বহুদূর যাওয়ার প্রয়ােজন নেই। আমাদের এ পৃথিবীর সকল স্থানেই তার অস্তিত্ব রয়েছে। যে মানুষকে তথা সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টিকে ভালবাসে,প্রকারান্তরে সে সৃষ্টিকর্তাকেই ভালবাসে। তাই যে ব্যক্তি একান্ত মনে অর্থাৎ একাগ্রচিত্তে সৃষ্টিকর্তার সৃষ্ট জীব-জন্তুর সেবা করে, সে পরম করুণাময়ের শ্রেষ্ঠ সেবক এবং সেই ব্যক্তি স্রষ্টার সান্নিধ্য ও কৃপা লাভ করে। আল্লাহর সৃষ্ট জীবকূলকে ভালবাসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হয়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment