SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ সুজনে সু-যশ গায় কু-যশ ঢাকিয়া কুজনে কু-রব করে সু-রব নাশিয়া

মূলভাব: যার যেমন স্বভাব তার তেমন কাজ। মানুষ তার স্বভাব অনুযায়ী কাজকর্ম করে থাকে বলে ভালাে লােক অন্যের ভালাে দেখে, খারাপ লােক অন্যের খারাপ দেখে।
সম্প্রসারিত ভাব: ভালােমন্দ সব ধরনের মানুষ নিয়েই মানব-সংসার। যারা ভালাে মানুষ তারা সবসময় অন্যের মঙ্গল চিন্তা করে। অন্যের দোষত্রুটি প্রচার করাকে ভালাে মানুষেরা খারাপ কাজ মনে করে। অন্যদিকে যারা খারাপ মানুষ তারা সবসময় অন্যের অমঙ্গল চিন্তা করে, অন্যের দোষত্রুটি খুঁজে বেড়ায়। মানুষের নিজ নিজ স্বভাব তার কর্মফল নির্ধারণ করে দেয়। খারাপ মানুষের কর্মফল সমাজের কাছে গ্রহণযােগ্য নয়। ভালাে মানুষের কর্মফলকে সমাজ আশীর্বাদ বলে গ্রহণ করে। খারাপ মানুষের কর্মফলে অন্ধকার দিকটির প্রাধান্য বেশি। ভালাে মানুষের কর্মফলে আলাের প্রাধান্য বেশি। খারাপ মানুষ তার কর্মফলের অন্ধকারে ভালাে মানুষের গুণাবলি লুকিয়ে রাখতে চায়। অন্যদিকে ভালা মানুষ তার কর্মফলের আলাে দিয়ে অন্ধকার সরাতে চায়। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের এ দুটি মাত্রা মানুষকে ভিন্ন ভিন্ন মেরুর বাসিন্দা করে তােলে।
মন্তব্য: মানুষ তার স্বভাব থেকে সহজে বেরিয়ে আসতে পারে না। যদি বেরিয়ে আসতে পারত তাহলে সমগ্র মানুষের কল্যাণ হতাে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment