অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়
লভিব মুক্তির স্বাদ। এই বসুধার
মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার
তােমার অমৃত ঢালি দিবে অবিরত
নানা বর্ণগন্ধময়। প্রদীপের মতাে
সমস্ত সংসার মাের লক্ষ বর্তিকায়
জ্বালায়ে তুলিবে আলাে তােমারি শিখায়
তােমারি মন্দির মাঝে।
সারমর্ম: বৈরাগ্য দ্বারা মানুষের যথার্থ মুক্তি আসে না। সংসারের বন্ধন ত্যাগ না করে সুখ দুঃখ, আনন্দ বেদনার মধ্য দিয়ে জীবনকে উপভােগ করা যায় এবং স্রষ্টার সান্নিধ্য লাভ করা যায়। তাই জীবন থেকে পালিয়ে নয় বরং জীবনকে ভালােবেসেই মুক্তি খুঁজতে হবে।
Post a Comment