বরাবর
সম্পাদক
দৈনিক জনকণ্ঠ
জনকণ্ঠ ভবন, ২৪/এ, রাশেদ খান মেনন রােড,
নিউ ইস্কাটন রােড, ঢাকা
বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবদেন।
জনাব,
আপনার সম্পাদিত জনপ্রিয় সংবাদপত্র দৈনিক জনকণ্ঠ-এর চিঠিপত্র বিভাগে নিম্নোক্ত চিঠিটি প্রকাশ করলে কৃতার্থ হব।
নিবেদক
মাে. হাসান-উল-কবির
চাঁদপুর
বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চাই
চাঁদপুর সদর থানার একটি বর্ধিষ্ণু ও জনবহুল গ্রাম রঘুনাথপুর। এ গ্রামে প্রায় আট হাজার লােকের বাস। পাঁচ বছর পূর্বে গ্রামটি বিদ্যুতায়িত হয়। কিন্তু পরিতাপের বিষয় এই যে, বিদ্যুতায়নের পর থেকে এ পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট এ এলাকার নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। প্রতিদিনই ১০/১২ বার বিদ্যুৎ যাওয়া-আসা করে। মাঝে মাঝে সারাদিন বিদ্যুৎ থাকে না। ফলে এলাকার উৎপাদনমুখী কলকারখানা অচল হয়ে পড়ছে। গরমে এবং মশার উপদ্রবে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় দারুণ ব্যাঘাত ঘটছে। ইতঃপূর্ব এ ব্যাপারে স্থানীয় অভিযােগ কেন্দ্রে কয়েকবার আবেদন করেও কোনাে ফল হয়নি।
এমতাবস্থায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
রঘুনাথপুর গ্রামবাসীর পক্ষে
মাে. হাসান-উল-কবির
চাঁদপুর।
* [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]
Post a Comment