'কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তােমার আলাে
প্রথম আমার চোখ জুড়ালাে।
ওই আলােকেই নয়ন রেখে মুদবাে নয়ন শেষে।'
বৈচিত্র্যময় প্রকৃতি: টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ১,৪৭,৫৭০ বর্গকিলােমিটার আয়তনের ছােট্ট এ দেশটি বিশ্বের দরবারে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি হিসেবে পরিচিত। এ সৌন্দর্য যেমন দেশের ভূ-প্রকৃতি গঠনের দিক থেকে, তেমনই ঋতুবৈচিত্র্যের দিক থেকে বিরাজিত। দেশের দক্ষিণে বিশাল বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের প্রতিধ্বনি নিয়তই এক অলৌকিক সুরের মায়াজাল সৃষ্টি করে। হাজার হাজার মানুষ সেই সুরের মােহে ছুটে যায় সমুদ্র সৈকতে। উত্তরের ধূসর প্রকৃতির উদাসীনতার বাণী পাগলা বাউলের মতাে মানুষকে ঘরছাড়া করে। অসংখ্য নদ-নদী জালের মতাে সারাদেশে বিস্তৃত রয়েছে। কলকল রবে এসব নদ-নদী সাগরের পানে ছুটে চলে প্রতিনিয়ত। এদেশের অনুচ্চ পাহাড়, বন-বনানী যেন ঘােমটা মাথায় দিয়ে ধ্যানে রত। এটাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ। আর এভাবে আমাদের দেশের ছােট পরিধিতে প্রকাশ পেয়েছে প্রাকৃতিক রূপের লীলাখেলা।
প্রাকৃতিক সৌন্দর্যে বনাঞ্চল ও পাহাড়: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ বাংলাদেশ। অপূর্ব সৌন্দর্যে বিভূষিত এদেশের বৈচিত্র্যময় গাজ্গেয় অববাহিকার সাগর তীরে জেগে ওঠা উর্বর পলিমাটি। এ সমৃদ্ধ মাটিতে জন্ম নিয়েছে প্রচুর বনাঞ্চল। বিশ্বজুড়ে রয়েছে এদেশের সুন্দরবনের নাম, যেখানকার বিশাল বনানীতে সৃষ্টি হয়েছে এক স্বতন্ত্র জীবনধারা। এখানকার বিচিত্র জীবজন্তু মানুষকে যেমন আকৃষ্ট করে, তেমনি মনে ভীতিরও সঞ্চার করে। বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ও চিত্রল হরিণ ছাড়াও সুন্দরবনে রয়েছে অসংখ্য জীবজন্তু। নদ-নদী, সাগরের পানিতে যেমন রয়েছে প্রচুর মাছ, তেমনই রয়েছে রাক্ষুসে কুমির। সুন্দরবন ছাড়াও স্বতন্ত্র বৈশিষ্ট্যে আকর্ষণীয় হয়ে রয়েছে ভাওয়াল ও মধুপুরের গড় বনাঞ্ল। পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, বান্দরবানের বনাঞ্চলের সাথে পাহাড় এবং পাহাড় ঘেঁষে বয়ে যাওয়া নদীগুলাে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করেছে। বনাঞ্চল ও পাহাড়ের আঁকাবাঁকা, উঁচুনিচু পথে চলার সময় যে মনােমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে তা বিস্মৃত হওয়ার নয়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে তা সহজেই মানুষের মনকে আকৃষ্ট করতে পারে। রাঙামাটি ও বান্দরবানের পাহাড়গুলাে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা এক অসীম সৌন্দর্যের সৃষ্টি করেছে। এখনও দুর্গম চিম্বুক আর সাজেক উপত্যকার অপূর্ব সৌন্দর্য দেশবাসীর অজানা। ফয়েজ লেক ও রাঙামাটির কাপ্তাই লেক পাহাড়ের বুকে সৃষ্টি করেছে এক অনাবিল সৌন্দর্যের আধার।
নদ-নদীর সৌন্দর্য: বাংলাদেশে নদ-নদীর সংখ্যা বেশি হওয়ায় এদেশের নাম হয়েছে নদীমাতৃক দেশ। অসংখ্য নদীর জন্যে বাংলাদেশের প্রকৃতি বেশি সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে। পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষ্যা, কর্ণফুলি, সুরমা প্রভৃতি নদী জালের মতাে ছড়িয়ে রয়েছে সারাদেশ জুড়ে। এদেশের বুকের ওপর দিয়ে প্রবাহিত হয়ে এসব নদী এর মাটিকে উর্বর করে শস্য-শ্যামলা করে তুলেছে, প্রকৃতিকে করেছে বৈচিত্র্যময়। নদীর জলধারার প্রভাবে সবুজের সমারােহ এসেছে সর্বত্র। নদীর বুকে বয়ে চলা নৌকা, লঞ্, স্টিমারগুলাও এক অনির্বচনীয় সৌন্দর্য সৃষ্টি করেছে। বর্ষার সময় এসব নদী দু কূল প্লাবিত করে বয়ে চলে। এসব নদ-নদী ছাড়াও অসংখ্য খাল-বিল, হাওর, দ্বীপ এদেশে প্রকৃতিকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। হাতিয়া, সেন্টমার্টিন, কুতুবদিয়া, সন্দ্বীপসহ বহুসংখ্যক দ্বীপ বাংলাদেশের প্রকৃতিকে করেছে আরও সৌন্দর্যমণ্ডিত।
গ্রামের দৃশ্য: বাংলাদেশ ৬৮ হাজার গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্যে সমৃদ্ধ। এদেশের এক একটি গ্রাম যেন প্রকৃতির এক একটা লীলানিকেতন। গ্রামের যে দিকেই তাকানাে যাক সেখানেই দেখা যায় শস্য-শ্যামল খেত, ফুলে-ফলে ভরা গাছপালা, অর্থাৎ চারদিকেই সবুজের সমারােহ। প্রকৃতির সবুজ অবগুষ্ঠনের মধ্য থেকে পাকা শস্যের মুখখানি যেন স্বর্ণবিন্দুর মতাে উকি দিয়ে ওঠে। কুটিরঘেরা লগ্রাম, সবুজ-শ্যামল মাঠ, দীঘির জলে খেলা করা হাঁস সব মিলিয়ে পল্লিতে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য বিরাজ করে। কবিগুরু এ সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন-
'অবারিত মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি
ছায়া-সুনিবিড় শান্তির নীড় ছােট ছােট গ্রামগুলি।'
ঋতুবৈচিত্র্যে প্রাকৃতিক সৌন্দর্য: বাংলাদেশের ঋতুবৈচিত্র্য এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করে। প্রাকৃতিক সৌন্দর্যের প্রকৃত বৈশিষ্ট্য নিহিত রয়েছে ঋতুবৈচিত্র্যের মধ্যে। এদেশের প্রকৃতিতে বারাে মাসে ছয় ঋতুর বিচিত্র লীলা চলে। ছয়টি ঋতু ভিন্ন ভিন্ন বৈচিত্র্য ও সৌন্দর্য নিয়ে হাজির হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতু চক্রাকারে আবর্তিত হয় এবং পরিবর্তন ঘটায় প্রাকৃতিক সৌন্দর্যের রূপবৈচিত্র্যের। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে প্রকৃতি অতিষ্ট হয়ে রুদ্রমূর্তি ধারণ করে। এ সময়ের কালবৈশাখি ঝড় গাছপালা ভেঙে-চুরে প্রকৃতিকে যেন দুমড়ে-মুচড়ে দিয়ে যায়। এ সময় আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফল পাকতে শুরু করে।
বর্ষা আসে পরিপূর্ণ রূপ নিয়ে। চারদিকে পানি থৈ থৈ করে। সারাদিন ঝর ঝর বৃষ্টি পড়তে থাকে। সূর্যের মুখ দেখা যায় না বললেই চলে। নদী- নালার পানি দু কূল ছাপিয়ে যেন পূর্ণ যৌবনার রূপ ধারণ করে। প্রচুর বৃষ্টিপাতে প্রকৃতি নতুনরূপ ধরে আবির্ভূত হয়। প্রকৃতির বুকে তখন সবুজের সমারােহ ও অপূর্ব শােভার সৃষ্টি হয়। চারদিকে কুহু-কেকার আনন্দ ধ্বনি জাগে। ফুলে ফুলে সুশোভিত হয়ে ওঠে বর্ষার প্রকৃতি। কেয়া, কদম, যুই ইত্যাদি ফুলের সৌরভে চারদিক মৌ মৌ করে। ঘন বর্ষার এ প্রকৃতিতে আকুল মন তাই বলে ওঠে-
'এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘাের বরিষায়।'
শরতের প্রকৃতি ভিন্নরূপ ধারণ করে। জলহীন সাদা মেঘের শরতের আকাশ আর রাতের জ্যোতস্না এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করে। কামিনী, শেফালি, হাসনাহেনার গন্ধে ভরে ওঠে প্রকৃতি। সবজের বিপল সমাবেশে প্রকৃতি শান্তরূপ ধারণ করে। যে সৌন্দর্য অনুভব করে কবি বলেছে আজিকে তােমার মধুর মূরতি হেরিনু শারদ প্রাতে। হেমন্তের রূপ ভিন্ন বৈশিষ্ট্যে দেখা দেয়। শস্যক্ষেত্রের পাকা ফসলে প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য লাভ করে। চাষি মাথায় করে পাকা ধান ঘরে আনে।
শীত ঋতু আসে তার গৈরিক উত্তরীয় নিয়ে। গাছপালার পাতা ঝরে প্রকৃতি শঙ্ক, বিবর্ণ ও শ্রীহীন হয়। মনে হয় প্রকৃতি নিরাভরণ রূপ ধারণ করেছে। শীতের সকালে শিশির বিন্দুর ওপর সূর্যের রশ্মি পড়ে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়। শীতের শূন্যতা কাটিয়ে বিপুল সৌন্দর্য নিয়ে প্রকৃতিতে উপস্থিত হয় ঋতুরাজ বসন্ত। এসময়ে গাছে গাছে নতুন পাতা দেখা দেয়। ফুলের সমারােহে আর কোকিলের গানে প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়। এভাবে ছয়টি ঋতু বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তােলে। তাই কবি মুগ্ধচিত্তে বলেন-
'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।'
উপসংহার: প্রকৃতি ও মানুষের জীবনের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেই দেশের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যপ্রেমী মানুষকে করেছে ঘরছাড়া। এদেশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিভিন্ন পর্যটক ছুটে এসেছে দেশ-বিদেশ থেকে। প্রকৃতির বিচিত্র সৌন্দর্য এদেশের মানুষের মনে গভীর প্রভাব বিস্তার করেছে। অপূর্ব সৌন্দর্যে বিভূষিত এখানকার মানুষের চেহারায় যেমন বৈচিত্র্যের সমাবেশ ঘটেছে, তেমনি প্রকৃতিতেও বিভিন্ন সময়ে বিভিন্ন বৈচিত্র্যের সমাবেশ ঘটেছে। বাংলাদেশকে প্রকৃতির সুরম্য লীলা নিকেতন বললে ভুল হবে না। এদেশের যেদিকে দৃষ্টিপাত করা যায়, সেদিকেই দেখা যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য।
Post a Comment