SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়

এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময়,
দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়
লােকভয়, রাজভয়, মৃত্যুভয় আর
দীনপ্রাণ দুর্বলের এ পাষাণভার, 
এই চিরপেষণ যন্ত্রণা, ধূলিতলে। 
এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে 
এই আত্ম-অবমান, অন্তরে বাহিরে 
এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নতশিরে 
সহস্রের পদপ্রান্ততলে বারম্বার 
মনুষ্য-মর্যাদা-গর্ব চির পরিহার 
এ বৃহৎ লজ্জারাশি চরণ আঘাতে 
চূর্ণ করি দূর করাে। মঙ্গল প্রভাতে 
মস্তক তুলিয়া দাও অনন্ত আকাশে 
উদার আলােক মাঝে, উন্মুক্ত বাতাসে।
সারমর্ম:  লােকনিন্দা, ক্ষমতা, মৃত্যু প্রভৃতির ভয় মানুষের সহজাত বিকাশকে ব্যাহত করে। দীনতার দুর্বলতা ব্যক্তিত্বকে যন্ত্রণাবিদ্ধ করে। বাইরে পরাধীনতার বন্ধন আর ভিতরে আত্মার ক্রন্দন মানবিক মূল্যবােধকে নষ্ট করে। ঐশী স্পর্শ দ্বারা সকল প্রতিকূলতা থেকে মানুষের উত্তরণ ঘটুক এটাই কাম্য।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment