SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: ছােট ছােট বালু কণা, বিন্দু বিন্দু জল, গড়ে তােলে মহাদেশ সাগর অতল

ছােট ছােট বালু কণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তােলে মহাদেশ সাগর অতল।
মুহূর্তে নিমেষ কাল, তুচ্ছ পরিমাণ,
গড়ে যুগ যুগান্তর- অনন্ত মহান। 
প্রত্যেক সামান্য ত্রুটি, ক্ষুদ্র অপরাধ, 
ক্রমে টানে পাপ পথে, ঘটায় প্রমাদ। 
প্রতি করুণার দান, স্নেহপূর্ণ বাণী, 
এ ধরার স্বর্গসুখ নিত্য দেয় আনি।
সারমর্ম: ক্ষুদ্র থেকেই বৃহত্তের সৃষ্টি। ছােট অপরাধ থেকেই সৃষ্টি হয় বড় অপরাধের। অপরদিকে সামান্য স্নেহ-ভালােবাসা আর করুণা থেকেই স্বর্গসুখের জন্ম হয়। তাই কোনাে কিছুই তুচ্ছ নয়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment