SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ

আসিতেছে শুভ দিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।
হাতুড়ি, শাবল, গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, 
তােমাদের সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, 
তােমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি, 
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান 
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।
সারমর্ম: আজকের মানবসভ্যতা শ্রমজীবী মানুষের ত্যাগের ফসল। আমরা তাদের অবহেলার চোখে দেখলেও তারাই সমাজের প্রকৃত মানুষ। তাদের হাত ধরেই নতুন যুগের সৃষ্টি হয়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment