দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।
হাতুড়ি, শাবল, গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,
তােমাদের সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তােমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি,
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।
সারমর্ম: আজকের মানবসভ্যতা শ্রমজীবী মানুষের ত্যাগের ফসল। আমরা তাদের অবহেলার চোখে দেখলেও তারাই সমাজের প্রকৃত মানুষ। তাদের হাত ধরেই নতুন যুগের সৃষ্টি হয়।
Post a Comment