SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: ধন্য আশা কুহকিনী! তােমার মায়ায় অসার সংসার চক্র ঘােরে নিরবধি

ধন্য আশা কুহকিনী! তােমার মায়ায়
অসার সংসার চক্র ঘােরে নিরবধি;
দাড়াইত স্থিরভাবে চলিত না, হায়
মন্ত্রবলে তুমি চক্র না ঘুরাতে যদি
ভবিষ্যৎ অন্ধ মূঢ় মানব সকল 
ঘুরিতেছে কর্মক্ষেত্রে বর্তুল-আকার; 
তব ইন্দ্রজালে মুগ্ধ, পেয়ে তব বল 
যুঝিছে জীবন যুদ্ধে হায় অনিবার। 
নাচায় পুতুল যেবা দক্ষ বাজিকরে, 
নাচাও তেমনি তুমি অর্বাচীন নরে।
সারমর্ম:  আশার বশবর্তী হয়ে মানুষ সংসারের মায়া মমতায় জড়িয়ে আছে। আশা না থাকলে মানুষ চলচ্ছক্তি হারিয়ে একেবারে স্থবির হয়ে যেত। আশা মানুষের মনে প্রাপ্তির প্রত্যাশা জাগায় এবং তাকে পুতুলের মতাে নাচায়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment