বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক
হাফিজ জুট, মিলস লিঃ,
নারায়নগঞ্জ ।
বিষয় : দশ দিনের নৈমিত্তিক ছুটির আবেদন।
মহােদয়,
বিনীত নিবেদন এই যে, আমার বড় ছেলে গত কয়েক মাস যাবৎ হার্টের সমস্যায় ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছে- যা আপনিও অবগত আছেন। কিন্তু গতকাল এখানকার চিকিৎসকগণ তাকে ভারতের বিড়লা হার্ট হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলে আমি গতকালই টেলিফোনে সেখানকার হাসপাতালের পরিচালক ডাঃ রতন চাটার্জী-এর সাথে যােগাযােগ করি। তিনি আগামী ৮ তারিখের মধ্যে যােগাযােগ করার জন্য সময় নির্ধারণ করেছেন। এ নির্মিত্তে আগামী ১৭- ৪-২০১৬ ইং তারিখ থেকে ৭-৪-২০১৬ ইং তারিখ পর্যন্ত এই দশ দিনের ছুটি আবশ্যক।
অতএব, মহােদয়ের নিকট আরজ এই যে, আমার ছেলের অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে উক্ত দশ দিনের নৈমত্তিক ছুটিসহ কর্মস্থল ত্যাগের অনুমতিদানে বাধিত করবেন।
নিবেদক
রশিদুল হক
জুনিয়র হিসাবরক্ষক
নিশাত জুট মিলস লিঃ
টঙ্গী , গাজীপুর।
Post a Comment