SkyIsTheLimit
Bookmark

সারাংশ: প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়। তখন পরীক্ষায় পাসটাই বড় হয় এবং পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় জ্ঞান সীমাবদ্ধ থাকে

প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়। তখন পরীক্ষায় পাসটাই বড় হয় এবং পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় জ্ঞান সীমাবদ্ধ থাকে। এই কারণেই পরীক্ষায় পাস করা লোকের অভাব নেই আমাদের দেশে, কিন্তু অভাব আছে জ্ঞানের। যেখানেই পরীক্ষা পাসের মােহ তরুণ ছাত্রছাত্রীদের উৎকণ্ঠিত রাখে, সেখানেই জ্ঞান নির্বাসিত জীবনযাপন করে। একটি স্বাধীন জাতি হিসেবে জগতের বুকে অক্ষয় আসনলাভ করতে হলে জ্ঞানের প্রতি তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে হবে। সহজ লাভ আপাতত সুখের হলেও পরিণামে কল্যাণ বহন করে না। পরীক্ষা পাসের মােহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনােই জ্ঞানের দিগন্ত উন্মােচিত হবে না‌।
সারাংশ: প্রকৃত জ্ঞানচর্চার প্রতি আজকাল তরুণদের আগ্রহ কম। অথচ জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা দেশ ও জাতির জন্য কোনাে মঙ্গল বয়ে আনে না। তাই তরুণ সমাজকে প্রকৃত জ্ঞান অর্জনের প্রতি অনুরাগী হয়ে জাতির স্থায়ী কল্যাণ নিশ্চিত করতে হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Unknown
    Unknown
    13 November, 2021
    অনেক ভালো হয়েছে আগামীতে আরো ভালো হবে
    Reply