সারাংশ: নিন্দা না থাকলে কাজের গুণবিচার যেমন স্পষ্ট হয় না, তেমনই কাজের ত্রুটিবিচ্যুতি ধরা পড়ে না। নিন্দা শুধু কাজকে সুচারু ও সুন্দরভাবে সুসম্পন্ন করতেই সাহায্য করে তা নয়, তাকে মহত্ত্বও দান করে।
সারাংশ: নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত? একটা ভালাে কাজে হাত দিলাম
Sraboni
... min to read
Listen
নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত? একটা ভালাে কাজে হাত দিলাম, তাহার নিন্দা কেহ করে না, সে ভালাে কাজের দাম কী? একটা ভালাে কিছু লিখিলাম তাহার নিন্দুক কেহ নাই, ভালাে গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর কী হইতে পারে; জীবনকে ধর্মচর্চায় উৎসর্গ করিলাম, যদি কোনাে মন্দ লােক তাহার মধ্যে গৃঢ় মন্দ অভিপ্রায় না দেখিল তবে সাধুতা যে নিতান্তই সহজ হইয়া পড়িল। মহত্ত্বকে পদে পদে নিন্দার কাঁটা জড়াইয়া চলিতে হয়। ইহাতে যে হার মানে, বীরের সদগতি সে লাভ করে না। পৃথিবীতে নিন্দা দোষীকে সংশােধন করিবার জন্য আছে তাহা নহে, মহত্ত্বকে গৌরব দেওয়াও একটা মস্ত কাজ।
Post a Comment