সম্প্রসারিত ভাব : একজন একাকী মানুষ তার সীমিত সামর্থ্যের দ্বারা বেশিদিন টিকে থাকতে পারে না, এক্ষেত্রে প্রয়ােজন ঐক্যের। ঐক্যবদ্ধ মানুষের কাছে কোন বাধাই নয়। ঐক্যবদ্ধ শক্তির কাছে যে কোন বাধাই হার মানতে বাধ্য। অতি ছােট ছােট বালুকণা মিলে যেমন মহাদেশ গড়ে ওঠে, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির সমন্বয়ে গড়ে ওঠে বৃহত্তর ঐক্যবদ্ধ শক্তি। বিশাল এ পৃথিবীতে একজন একাকী মানুষ অতি সামান্য ব্যক্তিমাত্র। এ সামান্য অসহায় ব্যক্তিই ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে এক অপরাজেয় শক্তিতে রূপান্তরিত হতে পারে। কথায় আছে, 'একতাই বল। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বৃহত্তর কল্যাণের জন্য তাই বৃহত্তর ঐক্য একান্ত প্রয়ােজন। বলা আবশ্যক যে, সৃষ্টির আদি থেকে বর্তমান পর্যন্ত যা কিছু উন্নতি ও মহৎ কাজ সম্পন্ন হয়েছে তার মূলে রয়েছে এক প্রচ্ছন্ন ঐক্যের বন্ধন। অনৈক্যের মাঝে জীবন দুর্বিষহ। যেখানে অনৈক্য সেখানেই পতন। কাজেই সকল সংকীর্ণতা ও বিভেদ ভুলে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এরই ফলে সমাজ, রাষ্ট্র ও বিশ্বের কল্যাণ লাঘব হবে। ঐক্যহীন মানুষ কখন জীবন সংগ্রামে জয়ী হতে পারে না। জীবনের প্রতি পদে পদে বাধার সম্মুখীন হয়। মাটির পৃথিবীর ছােট একটা পিঁপড়ার মধ্যেও আমরা ঐক্য লক্ষ করি। তারা ঐক্যবদ্ধভাবে চলাফেরা করে এবং ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই তাদের আকৃতির তুলনায় অনেক বড় জিনিস বহন করতে পারে। ঐক্য ছাড়া কোন বড় কাজে সফলতা লাভ করা যায় না। দশ জনের কাছে যা সামান্য, একজনের কাছে তা বিরাট বােঝা। পারস্পরিক ঐক্যবােধ বিরাট সাফল্যের জন্ম দেয়। সুতরাং, একাকীত্ব নয়, ঐক্যের জয়গান গাইতে হবে।
যে একা সেই সামান্য, যাহার ঐক্য নাই সেই তুচ্ছ ভাবসম্প্রসারণ
Sraboni
... min to read
Listen
Post a Comment