সারাংশ: জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম চলাই হচ্ছে মানবজীবনের ধর্ম। জগৎ প্রবাহে স্থবিরতা মূলত মৃত্যুর নামান্তর গতিময়তাই জীবনের ধর্ম।
সারাংশ: এটা স্মরণ রাখা কর্তব্য যে, পৃথিবীতে যেখানে তুমি থামবে, সেখান হতেই তােমার ধ্বংস আরম্ভ হবে
Sraboni
... min to read
Listen
এটা স্মরণ রাখা কর্তব্য যে, পৃথিবীতে যেখানে তুমি থামবে, সেখান হতেই তােমার ধ্বংস আরম্ভ হবে। কারণ তুমিই কেবল একলা থামবে, আর কেউ থামবে না। জগৎ প্রবাহের সঙ্গে সমগতিতে যদি না চলতে পারাে তবে প্রবাহের সমস্ত সচল বেগ তােমার ওপর এসে আঘাত করবে, একেবারে বিদীর্ণ, বিপর্যস্ত হবে কিংবা অল্পে অল্পে ক্ষয়প্রাপ্ত হয়ে কালস্রোতের তলদেশে অন্তর্হিত হয়ে যাবে। হয়। অবিরাম চলাে এবং জীবনচর্চা করাে, নয় বিশ্রাম করাে এবং বিলুপ্ত হও, পৃথিবীর এরকম নিয়ম।
Post a Comment