বরাবর
সম্পাদক
দৈনিক যুগান্তর
ক-২৪৪ প্রগতি স্মরণি, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯
বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবদেন।
জনাব,
আপনার বহুল প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকা চিঠিপত্র বিভাগে অনুগ্রহপূর্বক নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে বাধিত হব।
নিবেদক
মাে. ছামাউল হােসেন
চৌগাছা, যশাের
বিদ্যুৎ সরবরাহ চাই
যশাের জেলার চৌগাছা থানার নারায়ণপুর একটি জনবহুল গ্রাম। এ গ্রামে রয়েছে একটি বিখ্যাত বাজার। বাজারটিকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীরা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে এবং অর্থনৈতিক উন্নয়নে এ বাজার বিরাট অবদান রাখছে। এ গ্রামে রয়েছে। একটা দাতব্য চিকিৎসালয়, একটা কলেজ, দুটো স্কুল ও একটা মাদ্রাসা। সবকিছু মিলিয়ে বলা যায় গ্রামটা একটা আদর্শ গ্রাম। কিন্তু দুঃখের বিষয় এ গ্রামে কোনাে বিদ্যুৎ সরবরাহ নেই । বেশ কয়েক বছর ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কোনাে অদৃশ্য কারণে যেন সে আশ্বাস আজও পর্যন্ত বাস্তবে রূপলাভ করেনি। উল্লেখ্য যে, গ্রামটা ধান ও সরিষা উৎপাদনে বিখ্যাত। বিদ্যুৎ সরবরাহ হলে এখানে ধান, চাল, সরিষা ভাঙার মেশিন স্থাপন করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরাে গতিশীল করা যাবে।
অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ গ্রামে অনতিবিলম্বে বিদ্যুৎ সরবরাহের জন্য জোর আবেদন করছি।
গ্রামবাসীর পক্ষে
মাে. ছামাউল হােসেন
চৌগাছা, যশাের।
* [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]
Post a Comment