সম্প্রসারিত-ভাব : মর্ত্যলােক মানুষের কর্মক্ষেত্র । কাজের মধ্য দিয়ে মানুষ প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু প্রতিষ্ঠা লাভের আগে তাকে পরিশ্রম করতে হয়, সাধনা করতে হয়। বিনা পরিশ্রমে কোন কিছুই সহজলভ্য নয়। পৃথিবীর কাজের মধ্যে দু:খ আছে, জ্বালা আছে। আর এসব জ্বালা-যন্ত্রণা জয় করার জন্যে অকুতােভয়ে অগ্রসর হওয়া বাঞ্ছনীয়। দু:খ, জ্বালা-যন্ত্রণার ভয়ে কেউ যদি অগ্রগমনে পরাঙ্মুখ হয় তা হলে জীবন যুদ্ধে বিজয়ী হওয়া কঠিন। বিজয়ী না হওয়ার মানে আকাঙ্ক্ষিত ফল লাভ না করা। সুতরাং, যে কোন কাজ যত কঠিনই হােক বজ্র কঠিন শপথ নিয়ে সংসার রণাক্গনে জয়লাভের অপার বাসনায় উদ্বুদ্ধ হতে হবে। তবেই কাঙ্ক্ষিত সম্পদ লাভ সম্ভবপর। জেলে নদীতে জাল ফেলে মাছ পাবার অভিলাষে; কিন্তু মাছ পেতে হলে আগে তাে পঙ্ক উঠাতে হবে। পঙ্ক না উঠিয়ে জেলে মাছ পাবার আশা করতে পারে না। যদি করে তবে তা বাতুলতা মাত্র। তেমনি সংসারে সফলতা লাভের আকাঙ্ক্ষায় অবশ্যই পরিশ্রম ও সাধনা করা অত্যাবশ্যক। তাকে জেলের মতােই দু:খ কষ্টরূপ পঙ্ক নির্মূল করতে হবে। পঙ্ক নির্মূল না করতে পারলে মাছ পাওয়া যাবে না।পরিশ্রম করলে জীবনের সাফল্য অনিবার্য। বিনা পরিশ্রমে ফল লাভ করা যায় না।
ভাবসম্প্রসারণ জাল কহে, পঙ্ক আমি উঠাব না আর। জেলে কহে, মাছ তবে পাওয়া হত ভার।
Sraboni
... min to read
Listen
মূলভাব : পৃথিবী হলাে মানুষের কর্মক্ষেত্র। কাজের মধ্য দিয়ে মানুষ জীবনের প্রতিষ্ঠা লাভ করে। আর এর জন্য চাই চেষ্টা এবং সাধনা।
Post a Comment