SkyIsTheLimit
Bookmark

সারমর্ম:শ্বেত, পীত, কালাে করিয়া সৃজিলে মানবে, সে তব সাধ। আমরা যে কালাে, তুমি ভালাে জান

শ্বেত, পীত, কালাে করিয়া সৃজিলে মানবে, সে তব সাধ।
আমরা যে কালাে, তুমি ভালাে জান, নহে তাহা অপরাধ।
তুমি বলাে নাই। শুধু শ্বেত দ্বীপে
জোগাইবে আলাে রবি-শশী-দ্বীপে 
সাদা রবে সবাকার টুটি টিপে, এ নহে তার বিধান। 
সন্তান তব করিতেছে আজ তােমার অসম্মান।
সারমর্ম: সৃষ্টিকর্তা তাঁর খেয়াল খুশিমত মানুষকে নানা বর্ণে সৃষ্টি করেছেন। তাই বলে তিনি মানুষের মধ্যে কোন পার্থক্য সৃষ্টি করেন নি। তাঁর দান সমানভাবে সকল বর্ণের মানুষের জন্য বর্ষিত হয়। স্বার্থপর মানুষই কেবল নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে স্রষ্টার অসম্মান করছে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment