SkyIsTheLimit
Bookmark

সারাংশ: ক্রোধ মানুষের পরম শত্রু। ক্রোধ মানুষের মনুষ্যত্ব নাশ করে। যে লােমহর্ষক কাণ্ডগুলি

ক্রোধ মানুষের পরম শত্রু। ক্রোধ মানুষের মনুষ্যত্ব নাশ করে। যে লােমহর্ষক কাণ্ডগুলি পৃথিবীকে নরকে পরিণত করিয়াছে, তাহার মূলেও রহিয়াছে ক্রোধ। ক্রোধ যে মানুষকে পশুভাবাপন্ন করে তাহা একবার ক্রুদ্ধ ব্যক্তির মুখের প্রতি দৃষ্টিপাত করিলেই স্পষ্ট প্রতীয়মান হয়। যে ব্যক্তির মুখখানা সর্বদা হাসিমাখা, উদারতায় পরিপূর্ণ, দেখিলেই তােমার মনে আনন্দ ধরে না, একবার ক্রোধের সময় সেই মুখখানির দিকে তাকাইও; দেখিবে, সে স্বর্গের সুষমা আর নাই- নরকাগ্নিতে বিকট রূপ ধারণ করিয়াছে। সমস্ত মুখ কী এক কালিমায় ঢাকিয়া গিয়াছে। তখন তাহাকে আলিঙ্গন করা দূরে থাকুক, তাহার নিকটে যাইতেও ইচ্ছা হয় না। সুন্দরকে মুহূর্তের মধ্যে কুৎসিত করিতে অন্যকোনাে রিপু ক্রোধের ন্যায় কৃতকার্য হয় না।
সারাংশ: ক্রোধ মানুষের পাশবিক শক্তিকে জাগ্রত করে এবং স্বর্গীয় সুষমা থেকে তাকে বঞ্চিত করে। সুন্দরকে মুহূর্তের মধ্যে কু্সিত করতে পারে একমাত্র ক্রোধ। তাই ক্রোধকে নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়ােজন।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • এবিসি আইডিয়াল স্কুল
    এবিসি আইডিয়াল স্কুল
    19 January, 2022
    This comment has been removed by a blog administrator.
  • Unknown
    Unknown
    16 October, 2021
    মজতৈচ
    Reply