SkyIsTheLimit
Bookmark

অনুচ্ছেদ রচনা আমার প্রিয় শিক্ষক

আমার প্রিয় শিক্ষক গিয়াসউদ্দীন আহমেদ স্যার। তিনি ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক। আমার বাবাও তার ছাত্র ছিলেন। অথচ তার তারুণ্যদীপ্ত চেহারা দেখে মনে হয় তিনি যেন এখনাে যুবক। আমরা তাকে সবচেয়ে বেশি ভালােবাসি, আবার ভয়ও পাই। বাংলা ব্যাকরণের মতাে কঠিন বিষয়কে তিনি খুব সহজ করে উপস্থাপন করেন। তিনি শুধু একজন শিক্ষক হিসেবেই নন, সমাজের একজন বিদ্যোৎসাহী ব্যক্তি হিসেবেও সমধিক পরিচিত। নানা ধরনের সেবামূলক কাজেও আমরা তাকে দেখতে পাই অগ্রণী ভূমিকায়। একজন সাধারণ মানুষ হিসেবেও তিনি অনুসরণযােগ্য। তাঁর বুকটান করে মাথা উঁচু করে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হেঁটে যাওয়ার দৃশ্য যতবার দেখেছি, ততবারই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি নিজেকে বদলে ফেলার জন্যে, দেশের স্বার্থে শুভকাজ করার জন্য। তিনি স্পষ্টভাষী। সমস্ত অশুভ যেন তার পায়ের কাছে এসে মাথা নত করেছে। প্রজন্মের পর প্রজন্মকে যিনি আলাের সন্ধান দিচ্ছেন তাঁর সামনে তাে অন্ধকার মাথা নত করবেই। আর এই দৃশ্যই যেন চাক্ষুষ হয়ে এক সন্ধ্যায় আমার সামনে দৃশ্যমান হয়েছিল। সেদিন ফুলকোচা বাজারে স্যারের সাথে দেখা। বাজার সেরে তিনি সন্ধ্যার আধাে আলাে আঁধাে অন্ধকারে হেঁটে হেঁটে যাচ্ছেন, গায়ে সাদা পাঞ্জাবি। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন সামনের অন্ধকার দূর করে আলাে ছড়াতে ছড়াতে দৃপ্ত পায়ে হেঁটে চলেছেন আমার প্রিয় গিয়াস স্যার।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment