SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ অধর্মের ফল হইতে নিষ্কৃতি নাই

মূলভাব : মানুষের ধর্ম পরের উপকার করা। সত্যে ধর্মের উৎপত্তি, দয়াতে বৃদ্ধি, ক্ষমাতে স্থিতি এবং লােভেতে বিনাশ। কিন্তু মানুষ যখন এ ধর্মচ্যুত হয়, তার পরিণাম হয় ভয়াবহ। কুকর্ম, অসত্য ও অন্যায় তাকে জড়ত্বে পরিণত করে। নৈতিক অবক্ষয়ের দরুন পাপবােধ সবসময় তাকে পীড়িত করে তােলে। যার হাত থেকে নিষ্কৃতি পাওয়া সব হয় না। পরিণামে তার ধ্বংস অনিবার্য।
সম্প্রসারিত-ভাব : কবি বানার্ডশ লিখেছেন, মানুষের সবচেয়ে বড় পরিচয় মানুষ বলেই, আর কিছু নয় (Man is a man for all that)। সত্যবােধই মানুষকে আত্মিক বলে বলীয়ান করে। আর তার ফলেই মানুষ মৃত্যু থেকে অমৃতের দিকে এগুতে পারে। কিন্তু যে অধর্মের পথে চলে সে আপাতদৃষ্টিতে জয়ী হয়েও পরিণামে মানসিক শান্তি হারিয়ে জীবন ব্যর্থ করে তােলে, নিজের এবং আত্মীয়-স্বজনের সর্বনাশ ডেকে আনে। অসত্যকে ভিত্তি করে যিনি জীবনের পথে চলেন মানসিক দিক দিয়ে সবসময় তিনি দুর্বল হয়েই থাকেন। শ্রদ্ধার জগৎ থেকে সর্বদাই থাকেন নির্বাসিত। ধর্মের নীতিচক্র শুধু কথার কথা নয়। তাই নীতিচক্র জগৎ ও জীবনকে সত্যিই নিয়ন্ত্রণ করছে। সৎকর্ম যেমন কল্যাণকামী ও সৃষ্টিশীল, অশুভকর্ম তেমনি অকল্যাণকামী ও ধ্বংসাত্মক। সাধুতার জয় যেমন নিশ্চিত তেমনিই অমােঘ অধর্মের দরুন অন্তরে নরক যন্ত্রণা।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment