মানুষের মাঝে আমি বাঁচিতে চাই।
সম্প্রসারিত ভাব : জগৎ সংসার আর প্রকৃতির মাধ্যমে জীবনের যে আনন্দময় অভিব্যক্তির প্রকাশ ঘটছে তার মধ্যেই মানুষ নিজেকে মগ্ন করে রাখতে চায়। এ সুন্দর পৃথিবীকে ছেড়ে যেতে মন চায় না। বরং এর আনন্দের মধ্যে মানুষ জীবনের সার্থকতার সন্ধান করে। সংসারের মধ্যে মানব জীবনের আনন্দের যে রূপ ফুটে উঠে তা মানুষকে অভিভূত করে এবং সেখানকার আনন্দময় অবস্থানকে স্থায়ী করে রাখতে চায়, উপভোগ্য করতে চায়। মানুষ মরণশীল বলে এক সময় এ পৃথিবী থেকে চির বিদায় গ্রহণ করতে হয়। জীবনের এ পরিণতিকে অগ্রাহ্য করা কারও পক্ষে সম্ভব নয়। অবশ্যম্ভাবী এ পরিণাম সম্পর্কে সচেতন থেকেও মানুষ পৃথিবীকে অকৃত্রিমভাবে ভালবাসে। ভালবাসে তার অপরিসীম সৌন্দর্যের জন্য। মানুষ এ জগতে এসে চারদিকে জীবনের যে আনন্দময় বিকাশ দেখে এবং প্রকৃতির মধ্যে যে অনাবিল সৌন্দর্য উপভােগ করে তা মানুষের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে বিবেচিত হয়ে থাকে। হয়ত এ মায়াময় পরিবেশ ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে, সেজন্য এর প্রতি ভালবাসাও যেন প্রবলতর। বিধাতার আনন্দের ফল এ সুন্দর পৃথিবীর সুন্দর জীবনকে এত বেশি আকর্ষণ করে এবং হূদয়কে এত বেশি অভিভূত করে যে, সবসময়ই মানব কণ্ঠে শােনা যায় এর প্রতি মমত্ববােধের অকৃত্রিম উচ্চারণ। সুন্দরের প্রতি আকর্ষণ মানুষের চিরদিন। তবুও এ পৃথিবীর সব কিছু ফেলে একদিন মৃত্যুর টানে চলে যেতে হয়।
Post a Comment