SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা

সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা।
দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?
পুণ্য অত হবে না ক সব করিলেও জড় । 
মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, 
সবারই সে অন্ন যােগায়, নাইক গর্ব লেশ । 
ব্রত তাহার পরের হিত— সুখ নাহি চায় নিজে, 
রৌদ্র দাহে শুকায় তনু মেঘের জলে ভিজে। 
আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার 
তােমায় দেখে চূর্ণ হউক সকল অহংকার। 
সারমর্ম: আমাদের দেশের কৃষকরা নিঃসন্দেহে বড় সাধক ও দেশপ্রেমিক। তারা দেশের কল্যাণ ও মঙ্গলের জন্য নিজপ্রাণ উৎসর্গ করে; রােদ-বৃষ্টিতে কষ্ট করে আমাদের আহার জোগায়। কৃষকের ত্যাগ ও সাধনা অতুলনীয়; তাই তাদের স্থানও সমাজে সকলের উর্ধ্বে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment