মাঠ ভরা দেই আমি কত শস্য ফল;
পর্বত দাঁড়িয়ে রন কি জানি কি কাজ
পাষাণের সিংহাসনে তিনি মহারাজ।
বিধাতার অবিচার কেন উঁচু নীচু;
সে কথা বুঝিতে আমি নাহি পারি কিছু।
গিরি কহে, সব হলে সমভূমি পারা
নামিত কি ঝরণার সুমঙ্গল ধারা?
সারমর্ম: বিশ্বসৃষ্টির রহস্য আপাতদৃষ্টিতে ধরা পড়ে না; বরং একে বৈষম্যমূলক বলে মনে হয়। কিন্তু এ বৈষম্যের মূলেও কার্যকারণ সম্পর্ক রয়েছে যা আমরা আপাতদৃষ্টিতে অনুভব করতে পারি না। পার্থিব সম্পদ ও মঙ্গলের মূল বহুলাংশে এ বৈষম্যের মধ্যেই নিহিত।
Post a Comment