SkyIsTheLimit
Bookmark

প্রশংসাপত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন আবেদন পত্র

২০শে জুলাই, ২০১৭
বরাবর
প্রধান শিক্ষক
ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়
খােকসা, কুষ্টিয়া
বিষয়: প্রশংসাপত্রের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে গত পাঁচ বছর সুনাম ও কৃতিত্বের সঙ্গে একজন অনুগত ছাত্র হিসেবে অধ্যয়ন করেছি। আপনার বিদ্যালয় থেকে ২০১৭ সালে যশাের বাের্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৮৮ পেয়ে এ-গ্রেডে উত্তীর্ণ হয়েছি। বিদ্যালয়ে অধ্যয়নকালে আমি বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলাম এবং কখনাে কোনােরকম আইন-শৃঙ্খলাবিরােধী কাজে অংশগ্রহণ করিনি। কয়েক দিনের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তাই আমার একটি প্রশংসাপত্র প্রয়ােজন।
অতএব, অনুগ্রহপূর্বক আমাকে আমার চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত
প্রাণতােষ বিশ্বাস
কুষ্টিয়া, রােল নম্বর: ৩৬৫১৫ 
নিবন্ধন নম্বর-৩৮১১০ 
শিক্ষাবর্ষ-২০১৪-২০১৫

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment