কেমন করিয়া লাগিল সােনার কাঠি।
অশ্রুর কথা মুক্তার মত জ্বলে
ভরিল হৃদয় আনন্দ-কোলাহলে
আলােক আসিয়া হৃদয়ে বাজায় বাঁশি,
সুনীল গগন ভাসিয়া উঠিল গানে,
সুন্দর লাগে নয়নে রবির হাসি,
গভীর হরষ উঠেছে প্রাণে।
যে দিকে তাকাই পুলকে সকল হিয়া
উঠে শান্তির সঙ্গীতে মুখরিয়া।
সারমর্ম : ধূলি-বালি ও মাটিময় এ সুন্দর পৃথিবীকে ভালবেসে কবির প্রাণ আনন্দে ভরে উঠেছে। এর সুনীল আকাশ, সূর্যের আলাে ইত্যাদির অপূর্ব আনন্দে কবি-হৃদয় আজ শান্তির সঙ্গীতে মুখরিত।
Post a Comment