SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ দাও ফিরে সে অরণ্য লও এ নগর।

মূলভাব : সৃষ্টির প্রথমে মানুষ ছিল অরণ্যচারী। তারপর মানুষ এল সভ্যতার এ যুগে। কিন্তু মানুষ যাওয়ার পরেও পূর্বপুরুষের মতই কিছুটা প্রীতি অনুভব করে।
সম্প্রসারিত-ভাব : প্রাচীন সভ্যতা ছিল গ্রামীণ। তাই প্রাচীন সভ্যতা এবং আধুনিক নাগরিক সভ্যতার মধ্যে ব্যবধান লক্ষ্য করা যায়। মানুষের আদিম বাসস্থান ছিল অরণ্যে। এ অরণ্যের পটভূমিতে প্রকৃতির দান ছিল বাতাস উন্মুক্ত প্রান্তর, ধীর স্রোতা তটিনী আর সীমাহীন নীল আকাশ। সেখানে মানুষের মনকে দিত এবং কল্পনাকে দিত গতি। তখন মানুষের আকাঙ্ক্ষা ছিল খুবই সীমিত। বর্তমানের মত এত রেষারেষি, এত বিদ্বেষ তখন ছিল না। করে উড়বার শক্তি বর্তমানে মানুষ উন্নতির শীর্ষদেশে উঠছে। আর এজন্য চলছে প্রতিযােগিতা। দিকে দিকে চলছে হানাহানি। কিন্তু অরণ্যে এসব হানাহানি, রেষারেষি নেই বলে অরণ্যে জীবন যাপনে যথার্থ আনন্দ পাওয়া যায়। তাই লক্ষ-কোটি বছর পরেও মানুষ অরণ্যের প্রতি টান অনুভব করছে, চাইছে ফেলে আসা সে দিনগুলােতে ফিরে যেতে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সভ্যতার যুগে মানুষ আজ শান্ত-ক্লান্ত হয়ে পড়েছে। তাই মানুষ আবার নির্ভেজাল জীবনের অন্বেষণ করছে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment