SkyIsTheLimit
Bookmark

মােবাইল ফোন অনুচ্ছেদ রচনা

মােবাইল ফোন তারবিহীন টেলিফোন বিশেষ। মােবাইল (Mobile) অর্থাৎ স্থানান্তরযােগ্য এই ফোন সহজে যেকোনাে স্থানে বহন করা এবং ব্যবহার করা যায় বলে মােবাইল ফোন নামকরণ করা হয়েছে। এটি ষড়ভূজ আকৃতির ক্ষেত্র বা এক একটি সেল নিয়ে কাজ করে বলে একে সেলফোনও বলা হয়। ড. মার্টিন কুপারকে মােবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকে। তিনি ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফলভাবে এই ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন। বাংলাদেশে মােবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। বর্তমানে বাংলাদেশে মােট ৬টি মােবাইল ফোন কোম্পানি আছে। মােবাইল ফোন আধুনিক নাগরিক জীবনের অপরিহার্য অংশ। পাশের ঘরে ফোন করা থেকে পৃথিবীর যেকোনাে প্রান্তে এখন মােবাইল ফোন দিয়ে যােগাযােগ করা হচ্ছে। তবে আধুনিক মােবাইল ফোনে শুধু কথা বলা নয় এতে যুক্ত হয়েছে নানা ধরনের অ্যাপ্লিকেশন। ছবি তােলা, ভিডিও দেখা, গান শােনা, রেডিও শােনা, ই-মেইল, ইন্টারনেট ব্যবহার, গেম খেলা, তাপমাত্রা পরিমাপ ইত্যাদি নানা ধরনের কাজ করা যাচ্ছে মােবাইল ফোনেই। ফলে মােবাইল ফোনের উপযােগিতা বৃদ্ধি পেয়েছে বহুগুণ। পুরাে বিশ্বকেই মানুষ নিয়ে আসতে পেরেছে হাতের মুঠোয় এই মােবাইল ফোনের মাধ্যমেই। তবে মােবাইল ফোন দিয়ে যেমন অনেক ভালাে কাজ হয়, তেমনি এর খারাপ ব্যবহারও হতে পারে। তাই মােবাইল ফোনের উপযুক্ত এবং পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment