SkyIsTheLimit
Bookmark

পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায়, পিপীলিকা বিধাতার কাছে পাখা চায়‌। বিধাতা দিলেন পাখা, দেখো তার ফল, আগুনে পুড়িয়া মরে পিপীলিকা দল ভাবসম্প্রসারণ

পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায়, পিপীলিকা বিধাতার কাছে পাখা চায়‌। বিধাতা দিলেন পাখা, দেখো তার ফল, আগুনে পুড়িয়া মরে পিপীলিকা দল 

মূলভাব : বাংলায় অতি প্রচলিত প্রবাদ, পিঁপড়ের পাখা উঠে মরিবার তরে। এ সংসারে নিজের যা আছে তা নিয়েই সবার সন্তুষ্ট থাকা উচিত। কারণ, স্রষ্টা যখন সৃষ্টি করেছেন তখন তিনি সমস্ত কিছুই নিজের ইচ্ছেমতাে দিয়েই সৃষ্টি করেছেন।

সম্প্রসারিত-ভাব : তিনি পাখির ডানা সৃষ্টি করেছেন উড়বার জন্য। পাখি এ ডানায় ভর করে নীলাকাশে উড়তে পারে। এ পাখিদেরকে আকাশে উড়তে দেখে পিপীলিকা ঈর্ষাকাতর হয়ে ঈশ্বরের কাছ থেকে উড়ার জন্য পাখা চেয়ে বসল। এর ফল হল মারাত্মক। কারণ, পিপড়ের পাখা হওয়ার পর সে উড়ে আগুনে পুড়ে মরতে লাগল। পাখাই হল তাদের সর্বনাশের কারণ। কিন্তু তারা যদি তাদের আগের অবস্থায় সন্তুষ্ট থাকত তাহলে আগুন পুড়ে এভাবে অকালে প্রাণ হারাতে হতাে না। অতিরিক্ত কোন কিছুই আশা করা ভালাে নয়। বেশি বাড় বাড়লে গাছ ঝড়ে ভেঙে পড়ে, অতি ছােট হলে ছাগলে মুড়ে খায়। অতি দর্পে জগতের বড় বড় ক্ষমতাশালী রাজাধিরাজ যে কি রকম ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তার খবর আমাদের সকলেরই জানা আছে। তাই প্রত্যেক মানুষেরই নিজের অবস্থায় সন্তুষ্ট থাকা উচিত। মনুষ্যত্বের বৃহৎ পরীক্ষায় ঈর্ষাকাতর হয়ে পরের অনুকরণ করলে বিপদ বাড়ে। দেশীয় ঐতিহ্যবিভিক্ত অক্ষম পরাণুকরণ কোনদিনই আমাদের সম্মানীয় আসনে প্রতিষ্ঠিত করবে না। তাই প্রত্যেক মানুষের উচিত, নিজের যা আছে তা নিয়ে সুখে থাকা এবং অন্যকে অনুকরণ না করা।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment