বরাবর,
অধ্যক্ষ
ফেনী সরকারী কলেজ,
ফেনী।
বিষয় : শিক্ষা সফরে প্রেরণের জন্য আবেদন।
জনাব,
আমরা আপনার কলেজের স্নাতক শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। প্রতি বছরের ন্যায় এবারও বিজ্ঞান বিভাগের কিছু সংখ্যক ছাত্রদেরকে শিক্ষা সফরে প্রেরণ করা হচ্ছে বলে আমরা জানতে পারলাম। এতে আমাদের আপত্তির কোন কারণ নেই। বিজ্ঞান বিভাগের ছাত্রদের শিক্ষা সফরের গুরুত্ব স্বীকার্য। তবে একথাও ঠিক যে, কলা বিভাগের ছাত্রদেরও শিক্ষা সফরের প্রয়ােজনীয়তা আছে। বিশেষ করে ইতিহাস বিভাগের ছাত্রদের অগ্রাধিকার ভিত্তিতে যে, সুযােগ দেয়া দরকার। শিক্ষা সফরের অর্ধেক ব্যয় সফরে যেতে ইচ্ছুক ছাত্ররা বহন করবে এবং বাকী অর্ধেক কলেজ কর্তৃপক্ষকে বহন করার জন্য অনুরােধ করছি।
অতএব, মহােদয়ের নিকট প্রার্থনা, আমাদের উপরিউক্ত আবেদনখানা বিবেচনা করে ইতিহাস বিভাগের ছাত্রদের একটি দলকে এ বছর কক্স বাজারে শিক্ষা সফরে প্রেরণ করে যথার্থ শিক্ষা লাভের সুযােগদানে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত অনুগত
স্নাতক শ্রেণীর মানবিক
বিভাগের ছাত্রবৃন্দ
Post a Comment