সম্প্রসারিত-ভাব : মনের সজীবতাই মানুষের মূল চালিকা শক্তি, কর্ম প্রেরণার উৎস। মন ভালাে না থাকলে কোন কাজই করা সম্ভব হয় না। মন যদি শতঃসফূর্ত, সতেজ, সজীব, ঝুরঝুরে ফুরফুরে থাকে, তবে যে কোন কাজই ভালােভাবে সম্পন্ন করা যায়। কাজেই মনকে সজীব রাখতে হবে। আর মন সজীব রাখার জন্য চাই বিস্ময়বোধ। যে কোন জিনিসের প্রতি কৌতূহল, জানার আকাঙ্ক্ষা যা হবে শিশুর মত। শিশু যেমন কোন কিছু দেখলেই প্রশ্ন করে ওটা কি? ওতে কি হয়? ইত্যাদি ইত্যাদি। তেমনি প্রত্যেক মানুষের মনকে সতেজ রাখতে হলে শিশুবৎ কৌতূহল রাখতে হবে। তা হলেই নতুনের সাথে পরিচয় হবে, নতুন কিছু সৃষ্টি হবে। আর সেই সাথে নিজের হৃদয়টাও নতুন হয়ে উঠবে, সতেজ ও সজীব হয়ে উঠবে। কৌতূহল ও বিস্ময়বােধহীন মানুষ তাে আসলে মৃত মানুষের শামিল। তাদের দ্বারা কোন কিছুই সম্ভব হয় না। আমরা খেয়াল করলে দেখব যে, শরীর স্বাস্থ্য ভালাে থাকলেও যদি কোন কারণে আমাদের মন খারাপ হয়ে যায়, তাহলে আমরা অসুস্থ হয়ে পড়ি। আমাদের চেহারায় তার সুস্পষ্ট ছাপ পড়ে যায়। তখন আর কোন কিছুই ভালাে লাগে না। কিন্তু এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে মনকে সজীব রাখা। আর তাই মনকে সজীব রাখার জন্য চাই কৌতূহল ও বিস্ময়বােধ।
মন সজীব রাখিতে হইলে বিস্ময়বোধ জাগ্রত রাখিবে ভাবসম্প্রসারণ
Sraboni
... min to read
Listen
Post a Comment