সম্প্রসারিত-ভাব : মানবজীবনের প্রকৃত সার্থকতা এখানেই। স্নেহ-প্রেম-প্রীতি-ভালােবাসা মানুষের সহজাত প্রবৃত্তি। তাই মানুষ তা পেতেও যেমন ইচ্ছা করে, দিতেও তেমনি ইচ্ছা করে। তবে দেওয়া-নেওয়া ও চাওয়া-পাওয়ার মধ্যে পার্থক্য আছে। কারণ, এ জগতে অধিকাংশ মানুষ যা পেতে চায়, তা দিতে চায় না। এখানেই দেখা দেয় দেওয়া-নেওয়া ও চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব। কিন্তু এ সবের মধ্যে যারা মহৎ ও বিশাল হৃদয়ের অধিকারী, তারা পাওয়ার চেয়ে দেওয়ার প্রতিই বেশি আগ্রহী। স্নেহ প্রেম-প্রীতি ও ভালােবাসাই তাদের দেওয়ার বিষয়। তারা মনে করেন, মানুষের ভালােবাসার মধ্যেই জীবনের প্রকৃত সুখ নিহিত আছে। তাই তারা হৃদয়ের স্বতঃস্ফূর্ত স্নেহ ভালােবাসা দিয়েই মানুষের হৃদয় জয় করে নেন। জীবনের অন্য স্থল সুখের প্রতি তাদের বিশেষ আগ্রহ নেই। তারা মনে করেন, প্রকৃত সুখ রয়েছে মানব প্রেমের মধ্যে। উদারচিত্ত ও কল্যাণকামী ব্যক্তিরা মানুষের সুখ-দুঃখকে নিজের করে নেন। ব্যক্তির সুখ নয়, সমষ্টির সুখই তাদের একমাত্র কাম্য। মানুষকে ভালােবেসেই তারা সুখী। তাই বলা যায়, যারা মানুষকে ভালােবাসতে জানে না, তারা প্রকৃত মানুষ হতে পারে না।
মনুষ্য জাতির উপর যদি আমার প্রীতি থাকে তবে আমি অন্য সুখ চাহিনা ভাবসম্প্রসারণ
Sraboni
... min to read
Listen
Post a Comment