সারাংশ: সাহিত্য মানবজীবনের মূল্যবান সৃষ্টি। যুগ যুগ ধরে এটি মানুষের মনের খােরাক জুগিয়ে আসছে। সাহিত্যচর্চার মধ্য দিয়েই মানুষ জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে। যদিও সাহিত্য মানুষের অন্নবস্ত্রের সমাধান দিতে পারে না, তারপরও মানবজীবনে সাহিত্যের গুরুত্ব অপরিহার্য। কেননা সাহিত্য মানুষের মনকে জাগ্রত করে তােলে।
সারাংশ: মন পদার্থটি মিলনের কোলে ঘুমিয়ে পড়ে, আর বিরােধের সংস্পর্শে, জেগে ওঠে এবং মনের এই জাগ্রত ভাব থেকেই সকল কাব্যদর্শন
Sraboni
... min to read
Listen
মন পদার্থটি মিলনের কোলে ঘুমিয়ে পড়ে, আর বিরােধের সংস্পর্শে, জেগে ওঠে এবং মনের এই জাগ্রত ভাব থেকেই সকল কাব্যদর্শন, সকল বিজ্ঞানের উৎপত্তি। জীবন অবলম্বন করেই সাহিত্য জন্ম ও পুষ্টি লাভ করে। কিন্তু সে জীবন মানুষের দৈহিক জীবন নয়। সাহিত্য হাতে হাতে মানুষের অন্নবস্ত্রের সংস্থান করে দিতে পারে না। কোনাে কথায় চিড়ে ভেজে না, কিন্তু কোনাে কোনাে কথায় মন ভেজে এবং সেই জাতির কথার সাধারণ সংজ্ঞা হচ্ছে সাহিত্য সাহিত্য মানবজীবনের প্রধান সহায়, কারণ তার কাজ হচ্ছে মানুষের মনকে ক্রমান্বয়ে নিদ্রার অধিকার হতে ছিনিয়ে নিয়ে জাগরূক করে তােলা।
Post a Comment