SkyIsTheLimit
Bookmark

শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সহায়তা প্রার্থনা করে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র

২১শে জুলাই, ২০১৭
বরাবর
প্রধান শিক্ষক
মুনলাইট উচ্চ বিদ্যালয় 
মানিকগঞ্জ 
বিষয়: শিক্ষাসফরে যাওয়ার জন্য প্রয়ােজনীয় অর্থ ও অনুমতির জন্য আবেদন।
জনাব, 
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার স্কুলের দশম শ্রেণির ছাত্রছাত্রী। সামনের মাসের প্রথম সপ্তাহে আমরা শিক্ষাসফরে যাওয়ার মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। পাঠ্যসূচিভুক্ত তত্ত্বীয় জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনে শিক্ষাসফরের কোনাে বিকল্প নেই, সে বিষয়ে সম্মানিত শিক্ষকমণ্ডলী প্রায়ই আমাদেরকে অবগত করেন। বাস্তুবিকই শিক্ষাসফর শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিষয়টা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, সে বিষয়টা পড়ার পাশাপাশি যদি বাস্তবে তার সঙ্গে পরিচিত হওয়া যায় তবে তা সে জ্ঞানলাভে আরও বেশি ফলপ্রসূ হবে, সে ব্যাপারে আপনি আমাদের চেয়েও ভালাে জানেন। তাই আপনার অনুমতিসাপেক্ষে আমরা বগুড়ার মহাস্থানগড়ে শিক্ষাসফরে যেতে ইচ্ছুক। মহাস্থানগড় সম্পর্কে আমরা পাঠ্যসূচিতে পড়েছি, এবার এ ঐতিহাসিক স্থানটি বাস্তবে দেখতে চাই। বর্ধিত করতে চাই মহাস্থানগড় সম্পর্কে আমাদের জানার পরিধি। 
অতএব, মহােদয়ের কাছে বিনীত প্রার্থনা, আমাদেরকে শিক্ষাসফরের অনুমতি ও প্রয়ােজনীয় আর্থিক বরাদ্দ প্রদানের মাধ্যমে বাধিত করবেন। 
নিবেদক 
এসএম আরিফ 
নাসরিন আক্তার 
মুনলাইট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Unknown
    Unknown
    27 November, 2021
    ekhane sikha shofore jaoar permission niye likhse.But tk.r kotha mention kore ni.Taka mention korle valo hoto
    Reply