SkyIsTheLimit
Bookmark

নববর্ষ উদযাপনের জন্য কেমন আয়ােজন চলছে তা জানিয়ে ছােট ভাইকে পত্র লেখাে

চট্টগ্রাম
৩রা এপ্রিল, ২০১৭ 
প্রিয় ইমন, 
প্রথমেই আমার ভালােবাসা নিও। কেমন আছ তুমি? সামনে তাে নববর্ষ। এই নববর্ষ উদযাপন উপলক্ষে আমাদের এখানে এবার কেমন আয়ােজন চলছে আজ তােমাকে সেই সম্পর্কে লিখব। আমাদের স্কুলের সামনে যে বড় মাঠটি আছে সেখানে নববর্ষ উপলক্ষে একটি বৈশাখি। মেলার আয়ােজন করা হয়েছে। সকালে এসাে হে বৈশাখ গান গেয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে। 
মেলা উপলক্ষ্যে বাংলার ঐতিহ্য হিসেবে সকালে পান্তা ভাত এবং ইলিশ ভাজার ব্যবস্থা করা হয়েছে। কয়েকটা স্টল থাকবে। সেগুলােতে পিঠা, বই ও লােক ফিল্মের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা থাকবে। এর সাথে বর্ষবরণ অনুষ্ঠানেরও আয়ােজন চলছে। অনুষ্ঠানমালায় থাকবে নাচ, আবৃত্তি ও রম্যবিতর্ক। আমাদের এ বাংলার ঐতিহ্যকে ধরে রাখা গান আমাদের সকলেরই দায়িত্ব। এবার নববর্ষে তােমার কথা খুব মনে পড়বে। কারণ এর আগের নববর্ষগুলাে তােমার সাথে কাটিয়েছি। দুজনে মিলে কত মজা করেছি। তােমার ওখানে নববর্ষ উপলক্ষ্যে কেমন আয়ােজন চলছে তা চিঠি লিখে জানিও। 
ভালাে থেকো। এ কামনায় এখানেই শেষ করলাম। 
ইতি- 
সুমন 
*[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment