সকলেরে আমি তাহা পেরেছি কি দিতে!
আমি কি দিইনি ফাকি কত জনে হায়
রেখেছি কত না ঋণ এই পৃথিবীতে।
আমি তবে কেন বকি সহস্র প্রলাপ,
সকলের কাছে যাই ভিক্ষা কুড়াইতে
একতিল না পাইলে দিই অভিশাপ।
অমনি কেন রে বসি কাতরে কাদিতে।
হা ঈশ্বর, আমি কিছু চাহি নাকো আর,
ঘুচাও আমার এই ভিক্ষার বাসনা।
মাথায় বহিয়া লয়ে চির ঋণভার
'পাইনি, পাইনি' বলে আর কাদিবনা।
তােমারেও মাগিব না, অলস কাদনি;
আপনারে দিলে তুমি আসিবে আপনি।
সারমর্ম: চাওয়ার সাথে পাওয়ার প্রশ্নটা জড়িত। একতরফা চাওয়ার সিদ্ধান্তটি সঠিক নয়। তাই দানে নিজের ব্যর্থতার কথা মনে রেখে পাওয়ার আশা ত্যাগ করতে হবে। পরের মঙ্গল করলেই নিজের মঙ্গল আশা করা যায়।
Post a Comment