SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল

নদী কভু পান নাহি করে নিজ জল,
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল।
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান,
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্ন দান। 
স্বর্ণ করে নিজ রূপে অপরে শােভিত, 
বংশী করে নিজ সুরে অপরে মােহিত। 
শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে 
সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে‌। 
সারমর্ম: এ পৃথিবীতে যারা সাধু ও সজ্জন, তারা পরের মঙ্গলের জন্য আত্মাৎসর্গ করে গেছেন। পরের জন্য উৎসর্গীকৃত জীবনই সার্থক। যে ব্যক্তি কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, তার জীবন ব্যর্থ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment