SkyIsTheLimit
Bookmark

বিনাবেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র

২৪শে জানুয়ারি, ২০১৭
বরাবর 
প্রধান শিক্ষক 
ঘােড়াশাল এ কে বহুমুখী উচ্চ বিদ্যালয় 
মুরাদনগর, কুমিল্লা 
বিষয়: বিনাবেতনে অধ্যয়ন প্রসঙ্গে। 
জনাব, 
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। গত বার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আপনার সদয় অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। আমাদের ছয় সদস্যের পরিবারে বাবাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে সামান্য বেতনভােগী কেরানি। আমার বড় তিন ভাইবােন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। কিন্তু বাবার স্বল্প আয়ে সংসার চালানােই যেখানে অত্যন্ত কষ্টকর সেখানে চার ভাইবােনের লেখাপড়ার খরচ বহন করা তাঁর পক্ষে কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়েছে। 
অতএব, আমাকে বিনাবেতনে অধ্যায়নের সুযােগ দিলে মহােদয়ের নিকট কৃতজ্ঞ থাকব। 
নিবেদক 
আপনার একান্ত অনুগত 
সাদিয়া জেসমিন 
দশম শ্রেণি, বিজ্ঞান বিভাগ 
রােল নম্বর ১

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment