SkyIsTheLimit
Bookmark

রচনা বৃক্ষরােপণ অভিযান

বৃক্ষরােপণ ও বনায়ন
বা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরােপণ
ভূমিকা: মানবসভ্যতার ধারাবাহিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নিবিড় বক্ষ-শােভিত অরণ্যের শ্যাম-স্নিগ্ধ সৌন্দর্যের পটভূমিতেই উন্মেষ ঘটেছিল মানুষের আদিম সভ্যতার। আদিম যুগে মানুষ ছিল সম্পূর্ণরূপে প্রকৃতি-নির্ভর। মানুষের সার্বিক চাহিদা পূরণের একমাত্র উৎস ছিল প্রকৃতির সুপরিসর অঙ্গন। আদিকাল থেকে মাটি ও মানুষের পারস্পরিক সম্পর্ক অতি নিবিড। তাই প্রাচীন কাল থেকেই অরণ্যের বিভিন্ন গাছপালার সঙ্গে মানুষের জীবন ও জীবিকার একটা অবিচ্ছেদ্য সংযােগ গড়ে উঠেছে‌।
বাংলাদেশে বনের অবস্থা: যেকোনাে দেশের জন্যে মূল ভূখণ্ডের কমপক্ষে শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা বাঞ্ছনীয়। কিন্তু সে তুলনায় বাংলাদেশের বনভূমির পরিমাণ মােট আয়তনের মাত্র শতকরা ১৬ ভাগ। বাংলাদেশের বনভূমির পরিমাণ প্রয়ােজনের তুলনায় দু-তৃতীয়াংশ হলেও তা বৃদ্ধির জন্যে উদ্যোগের অভাব প্রকট। অহরহ আমরা কারণে-অকারণে আমাদের আশপাশ থেকে নির্বিচারে বৃক্ষরাজি নিরধন করে চলেছি। এতে করে আমরা ক্রমশ একটা অনিবার্য করুণ পরিণতির দিকে এগিয়ে চলেছি। নির্বিচারে বনভূমি বা বৃক্ষরাজি নিধনের ফলে সুজলা-সুফলা বাংলাদেশ পরিবেশ দূষণের শিকারে পরিণত হচ্ছে। ষড়ঋতুর লীলা-নিকেতন বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। ফলে প্রয়োজনের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। পক্ষান্তরে আকস্মিক বন্যা, জলােচ্ছাস ও ঘূর্ণিঝড়ে প্রতি বছর বাংলাদেশ হচ্ছে বিপর্যস্ত ও বিধ্বস্ত। জলবায়ু ক্রমশ এগিয়ে চলেছে। চরমভাবাপন্ন পরিণতির দিকে। এভাবে বৃক্ষ নিধন চলতে থাকলে হয়তাে নিকট ভবিষ্যতেই একদিন বাংলাদেশ উষর মরুতে পরিণত হবে।
বৃক্ষের প্রয়ােজনীয়তা: মানবজীবনে বৃক্ষের প্রয়ােজনীয়তা অপরিসীম। বৃক্ষ মানুষ তথা প্রাণী মাত্রেরই খাদ্যের একমাত্র উৎস। বৃক্ষ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। বৃক্ষ পরিবেশ দূষণ প্রক্রিয়াকে প্রতিরােধ করে এবং তার অনিষ্টকর প্রভাব থেকে জীবজগতকে রক্ষা করে। মানবজীবনে বৃক্ষ এবং তার উপযােগিতার কথা অনস্বীকার্য। বৃক্ষের বিভিন্নমুখী অবদানকে বাদ দিয়ে মানবসভ্যতার ক্রমবিবর্তন বা উত্তরণের কথা কল্পনাই করা যায় না। বৃক্ষ খাদ্যের উৎস, শক্তির উৎস। বৃক্ষ মানুষকে অক্সিজেন দান করে মানুষের ত্যাগকৃত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে সমগ্র জীবকুলকে রুক্ষা করে চলেছে। মহান স্রষ্টার সৃষ্ট গাছপালা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলেছে। তাই মানবজীবনে বৃক্ষের চাহিদা সর্বাধিক। বৃক্ষ মানুষের খাদ্য সরবরাহ করে, বস্তরের জন্য প্রয়ােজনীয় উপাদানের যােগান দেয়। বাসস্থান তৈরির অন্যতম উপকরণও বৃক্ষ। রােগ নিবারণকারী এবং স্বাস্থ্য গঠন ও রক্ষাকারী মূল উপাদান আসে বৃক্ষ থেকে। জীবনের জন্যে অন্যতম উপাদান অক্সিজন তৈরি এবং সরবরাহ করে বৃক্ষ। কাজেই মানবজীবনে বক্ষের প্রয়ােজনীয়তা অনস্বীকার্য।
বৃক্ষ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে: বৃক্ষ পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বৃক্ষকে আবহাওয়া ও জলবায়র নিয়ন্ত্রক বলা যায় গাছপালা অধিক বৃষ্টিপাতে সহায়তা করে, নদীভাঙন থেকে ভূ-ভাগকে রক্ষা করে। অতএব আমাদের পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং খাদ্য ঘাটতির হাত থেকে দেশকে রক্ষার জন্যে বনাঞ্চল সৃষ্টি ও বন সম্প্রসারণের বিকল্প নেই।
বৃক্ষরােপণ অভিযান: বৃক্ষ নিধনজনিত অনিবার্য মারাত্মক পরিণতির হাত থেকে রেহাই পেতে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে প্রতিবছর বৃক্ষরােপণ অভিযান সপ্তাহ পালিত হয়ে আসছে। সাধারণত এ অভিযানে মেহগনি, সেগুন, ইউক্যালিপটাস, ইপিল-ইপিল, আম, জাম, পেয়ারা, জামরুল প্রভৃতি নানা, জাতের বৃক্ষের চারা সরকারি নার্সারি থেকে রােপণের জন্যে সরবরাহ করা হয়। কিন্তু অযত্ন-অবহেলায় অধিকাংশ চারাগাছ লাগাবার কিছুদিন পরই মারা যায়। আমাদের উচিত একটি বৃক্ষ নিধনের পূর্বেই তার বদলে কমপক্ষে চারটি করে চারা রােপণ করা এবং সযত্নে সেগুলােকে লালন করা। কেননা বৃক্ষ আছে বলেই বিশ্বের বুকে মানবসমাজ আজও টিকে আছে।
গাছের চারা সংগ্রহ ও রােপণ: আমাদের দেশে বনাঞ্চল কমে যাওয়ার কারণে বৃক্ষরােপণ সম্পর্কে দেশবাসীকে সচেতন করে তুলতে হবে। পরিকল্পিত উপায়ে বৃক্ষরােপণ অভিযান পরিচালনা করতে হবে। বর্তমানে সরকারের বনবিভাগ এ উদ্যোগ গ্রহণ করেছে। বনবিভাগ চারা উৎপাদন করে জনগণের কাছে সহজে পৌছানাের ব্যবস্থা গ্রহণ করেছে। চারা বিতরণ কেন্দ্র ও বিভিন্ন নার্সারি থেকে চারা সংগ্রহ করে জনগণ তা রােপণ করতে পারে। এ ছাড়া এ অভিযানকে জনপ্রিয় করার জন্যে প্রতিবছর বৃক্ষমেলা আয়ােজন করা হয়ে থাকে। মেলা থেকে জনগণ বিভিন্ন গাছের সাথে পরিচিত হচ্ছে এবং চারা সংগ্রহ করতে পারছে। এ ছাড়া সরকার প্রচারমাধ্যমের সাহায্যে চারা রােপণের পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে পারে। 
বৃক্ষরােপণ কর্মসূচি সফল করার উপায়: বৃক্ষরােপণ কর্মসূচি সফল করার জন্যে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। নতুন গাছের চারা রােপণ করতে হবে এবং পুরাতন গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। বৃক্ষের উপকারিতা সম্পর্কে সকলকে সচেতন করে তাদেরকে বৃক্ষরােপণে উৎসাহী করতে হবে। যদি বিশেষ প্রয়ােজনে গাছ কাটতে হয়, তাহলে গাছ কাটার আগে অন্ততপক্ষে আরেকটি গাছ লাগিয়ে নিতে হবে। সরকারি পর্যায় থেকে বিভিন্ন জাতের বীজ ও চারা সংগ্রহ করে তা জনগণের কাছে পৌছে দিতে হবে। এসব পদক্ষেপ বৃক্ষরােপণ অভিযান কর্মসূচির বাস্তবায়ন তরান্বিত করবে। 
বৃক্ষ সংরক্ষণ: গাছ লাগালেই গাছ হয় না। তার যত্ন, পরিচর্যা, রক্ষণাবেক্ষণের ব্যবস্থাদি না থাকলে অকালমৃত্যু অবশ্যম্ভাবী। তা ছাড়া পুরােনাে অরণ্যরাজিরও যত্ন ও সংরক্ষণ প্রয়ােজন। এ উদ্দেশ্যে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে সরকারিভাবে বনবিভাগ নামে একটি দপ্তর প্রতিষ্ঠিত হয়েছে এবং এ দপ্তরের সক্রিয় প্রচেষ্টায় অরণ্য সম্প্রসারণ ও অরণ্য সংরক্ষণের যাবতীয় কাজকর্মও চলছে। এ উদ্দেশ্যে সংশ্লিষ্ট প্রকল্পগুলােতে আর্থিক বরাদ্দ বাড়াতে হবে। 
বৃক্ষ সংরক্ষণে পালনীয় ব্যবস্থাদি: আর্থিক ব্যয় বরাদ্দ করলেই অরণ্য সম্প্রসারণ, অরণ্য সংরক্ষণের লক্ষ ও উদ্দেশ্য সার্থকভাবে রূপায়িত হতে পারে । এর জন্যে প্রয়ােজন সরকারি ও বেসরকারিভাবে আন্তরিক প্রয়াস ও প্রচেষ্টা। একদিকে যেমন দরকার বনভূমি সৃজনের, কঠোর হাতে নিয়ন্ত্রণ করা প্রয়ােজন অরণ্য উচ্ছেদের অপপ্রয়াস। অরণ্য সম্পদ আমাদের জন্যে অপরিহার্য, নইলে বহু শিল্পের অপমৃত্যু অবধারিত সুতরাং বনভূমি সংরক্ষণার্থে কয়েকটি পালনীয় ব্যবস্থার কথা প্রসঙ্গত উল্লেখ করা যায়। যেমন- 
ক.  অরণ্যের অবাধ ও যথেচ্ছ উচ্ছেদ বন্ধ করা। 
খ. নতুন চারাগাছ লাগানাে এবং তার প্রয়ােজনীয় পরিচর্যা। 
গ.  কেবল পরিণত বৃক্ষচ্ছেদন; অপরিণত বৃক্ষচ্ছেদন যাতে না হয় আইন করে তা নিষিদ্ধ করা। 
ঘ. নতুন বনভূমিতে পশুচারণ নিষিদ্ধ করা। 
ঙ.  বৃক্ষকে কীট-পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করা। 
চ. অরণ্য-গবেষণার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা। 
উপসংহার: বৃক্ষরাজি মানুষের সুখ-দুঃখের সাথী। কাজেই বৃক্ষরােপণের মাধ্যমে আমাদের চারপাশের পরিবেশকে সাজাতে হবে সবুজ-শ্যামলিমায়। নতুন প্রাণের স্পন্দনে মাতিয়ে তুলতে হবে প্রকৃতিকে। বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু এবং রক্ষক। ঘরের আঙিনায়, আশপাশে, চলার পথের ধারে, পাকে, হাটে-বাজারের উপকণ্ঠে মানুষ যদি আদিম বন্ধু উদ্ভিদকে রােপণ করে, সস্নেহ পরিচর্যায় পত্রপুষ্পে সুশোভিত হতে দেয়, ঐ বন্ধুই কৃত্রিমতার অভিশাপকে মুছে দিয়ে আমাদেরকে তুলে নেবে শ্যামলতার গন্ধবাসিত কোমল ক্রোড়ে, দিবে সঞ্জীবনী প্রাণদ বায়ু, আর্থিক সমৃদ্ধি।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment