SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: সার্থক জনম আমার জন্মেছি এই দেশে

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে,
সার্থক জনম, মা গাে তােমায় ভালােবেসে।
জানি নে তাের ধনরতন আছে কিনা রানির মতন
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তােমার ছায়ায় এসে।
কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্ গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে।
আখি মেলে তােমার আলাে প্রথম আমার চোখ জুড়ালাে, 
ওই আলােতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে।
সারমর্ম: জন্মভূমি মানুষের কাছে সবচেয়ে প্রিয় স্থান। ধনে-মানে নিঃস্ব হলেও মাতৃভূমির সব অনির্বচনীয় সৌন্দর্য ও প্রীতিময় স্থান জগতে বিরল। তাই জন্মভূমির বুকে মৃত্যুবরণ করাটাও গৌরবের।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment