সারাংশ: ওজন দর বা পরিমাপ দিয়ে কখনােই সত্যের গুরুত্ব মাপা যায় না। সত্য সবসময়ই স্বমহিমায় উজ্জ্বল। যারা সমাজ জীবনে সত্যের আলাে জ্বালায় তাঁরা সমাজে অগ্রগণ্য। তাঁদের শিক্ষা ও আত্মত্যাগ সমাজকে আলােকিত করে।
সারাংশ: সত্য ওজন দরে বা গজের মাপে বিক্রয় হয় না, তাহা ছােট হইলেও বড়। পর্বত পরিমাণ খড়-বিচালি
Sraboni
... min to read
Listen
সত্য ওজন দরে বা গজের মাপে বিক্রয় হয় না, তাহা ছােট হইলেও বড়। পর্বত পরিমাণ খড়-বিচালি; স্ফুলিঙ্গ পরিমাণ আগুনের চেয়ে দেখিতেই বড়, কিন্তু সে বড় নহে। সমস্ত সেজের মধ্যে যেখানে সলিতার সুচাগ্র পরিমাণ মুখটিতে আলাে জ্বলতেছে, সেখানেই সমস্ত সেজটার সার্থকতা। তেলের নিম্নভাগে অনেকখানি জল আছে, তাহার পরিমাণ যতই হােক, সেইটাই আসল জিনিস বলিবার কোনাে হেতু নাই । সকল সমাজেই সমস্ত সমাজ-প্রদীপের আলােটুকু যাহারা জ্বালাইয়াছেন, তাহার সংখ্যা হিসেবে নগণ্য, সত্য হিসেবে তাহারা সমাজে অগ্রগণ্য। তাহারা দগ্ধ হইতেছেন। আপনাকে তাহারা নিমেষে ত্যাগ করিতেছেন তবু তাহাদের শিক্ষা সমাজের সকলের চাইতে উচ্চে সমাজে তাহারাই সজীব, তাহারাই দীপ্যমান।
Post a Comment