সারাংশ: চরিত্র মানবজীবনের পরম সম্পদ। জগতের সকল মহাপুরুষের গৌরবের মূলে রয়েছে চরিত্রের শক্তি। চরিত্রবান বলতে সত্যবাদী, বিনয়ী, ন্যায়নিষ্ঠ, জ্ঞানবান, পরদুঃখকাতর, স্বাধীনতাপ্রিয় প্রভৃতি গুণে গুণান্বিত ব্যক্তিকেই বােঝায়।
সারাংশ: মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে, জ্ঞানে ও কর্মে
Sraboni
... min to read
Listen
মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে, জ্ঞানে ও কর্মে। বস্তুত চরিত্র বলেই মানুষের জীবনের যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র 1. ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে শুধু চরিত্রের জন্য, অন্যকোনাে কারণে মানুষের মাথা মানুষের সামনে এতাে নত করার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লােক, এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পােষণ করাে, তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়, চরিত্রবান মানে এই।
1 comment