SkyIsTheLimit
Bookmark

মাদকাসক্তির কুফল বর্ণনা করে ছােট ভাইকে একটি পত্র লেখাে

কুমিল্লা
২রা ফেব্রুয়ারি, ২০১৭
স্নেহের রিপন,
আদর নিও। আশা করি ভালাে আছ। গত পরশু তােমার একখানা চিঠি পেয়েছি। চিঠিতে জানতে পারলাম তােমার ফাইনাল পরীক্ষা আসন্ন। তুমি এও জানিয়েছ যে, পরীক্ষার জন্য তুমি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছ। জেনে খুব খুশি হয়েছি। কিন্তু আজকে অন্য একটি কারণে আমার মনটা বিষাদে ছেয়ে আছে। তুমি আমার বন্ধু মােফাজ্জলের ছােট ভাই শফিককে ভালাে করেই চেনাে। মােফাজ্জলের কাছে জানতে পারলাম শফিক অসৎ সঙ্গে পড়ে মাদকাসক্ত হয়ে পড়েছে। তাই শফিক লেখাপড়া বাদ দিয়ে মাদকদ্রব্য জোগাড় করতে দিন-রাত ব্যস্ত থাকে। আর মাদকদ্রব্য কেনার অর্থ জোগাড়ের জন্য শফিক তার বাবা, মা, ভাই, বােন সবার ওপর অর্থনৈতিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। শফিকের জন্য আজকে মােফাজ্জলদের 1. সামাজিক অবস্থান দুর্বল হয়ে পড়ছে। অথচ শফিক পড়ালেখা করলে ভালাে কিছু হতে পারত। পুরাে পরিবার, সমাজ, রাষ্ট্র তাকে নিয়ে গর্ব করত। শফিকের মতােই হাজার শফিক আজ মাদকাসক্তির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এদেরকে ফেরানাে দরকার। মাদকাসক্তি জীবনকে কিছুই দিতে পারে না। বরং সবকিছু কেড়ে নিয়ে মানুষকে শফিকের মতাে করে দেয়, যা কারাে কাম্য হতে পারে না। আমি জানি তুমি দায়িত্বশীল এবং আত্মসচেতন। মাদকাসক্তির কুফল সম্পর্কে নিশ্চয়ই তুমি অবগত আছ। কখনােই তুমি অসৎসজ্গে যাবে না- এ আমার দৃঢ় বিশ্বাস। 
চিঠি পেয়ে উত্তর দিও। নিয়মিত পড়াশােনা করাে । দোয়া করি তুমি যেন একজন আদর্শ মানুষ হয়ে দেশ ও দশের কাছে অমূল্য সম্পদ হয়ে নিজেকে তুলে ধরতে পারাে। আমরা ভালাে আছি। 
ইতি- 
তােমার বড় ভাই 
সােহেল রানা 
* [এখানে প্রেরক.ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Unknown
    Unknown
    01 February, 2022
    এক থেকে দু সংক্ষেপে লেখা যায় না
    Reply