বরাবর,
শিল্প সচিব
শিল্প মন্ত্রণালয়, ঢাকা।
বিষয় : তাঁত শিল্প প্রতিষ্ঠার জন্য সরকারি অনুদান পাওয়ার আবেদন। জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি নরসিংদী জেলার মাধবদী থানার অন্তর্গত ভুলতা গ্রামের অধিবাসী। এ গ্রামের তাত শিল্পের ঐতিহ্য অতি প্রাচীনকালের। এক সময় এখানকার তৈরি বিভিন্ন রকম তাঁতের কাপড় বিদেশীদের পর্যন্ত মুদ্ধ করেছিল। কিন্তু কালের করাল গ্রাসে পড়ে তাঁত আজ অবলুপ্তির পথে। কৃষকের পেটে আজ ভাত নেই, পরনে কাপড় নেই, মাথা গোজার ঠাইটকু পর্যন্ত বিপর্যস্ত। এমতাবস্থায় ধ্বংসােনমখে তাঁত শিল্পকে বাঁচাতে হলে প্রয়োেজন পর্যাপ্ত সরকারি সাহায্যের। এ জনাব, আমি নিজস্ব উদ্যোগে ভুলতা গ্রামে প্রাথমিকভাবে পঞ্চাশটি তাঁত কল বসাবার সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য দশ একর জমি এই পরিকল্পনার আওতায় আনা হয়েছে; কয়েকটি কাঁচাঘরও তােলা হয়েছে। কিন্তু প্রয়ােজনীয় অর্থের অভাবে তাতকল বসাতে পারছি না। আমার দৃঢ় বিশ্বাস, এই পরিকল্পনা যদি বাস্তবায়িত করা যায়, তাহলে এখানকার তৈরি তাঁতবস্ত্র আমাদের প্রয়ােজন মিটিয়েও বিদেশে রপ্তানি করা যাবে। তাতে একদিকে যেমন আমাদের অর্থনীতি চাঙ্গা হবে, অন্যদিকে তেমনি বেকার সমস্যারও সমাধান হবে। আর বেকার সমস্যার সমাধান হলে দেশ থেকে সন্ত্রাস দূরীভূত হবে।
অতএব, আপনার নিকট আকুল আবেদন, আমাদের লুপ্তপ্রায় তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য পর্যাপ্ত সরকারি অনুদান দিয়ে আমার বহুদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়িত করতে আগ্রহী হবেন।
নিবেদক
তরিকুল ইসলাম
ভুলতা, নরসিংদী
Post a Comment