সারাংশ: অভাব জগৎকে বৈচিত্র্যময়, জীবনকে কর্মময় ও মানুষকে উদ্যোগী করে রেখেছে। অভাব সেবাধর্মেরও উৎস। অপরের অভাব দূরীকরণের মাধ্যমে মানুষ মনুষ্যত্ব ও মানবতাবােধে মহান হয়ে ওঠে।
সারাংশ: অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীবসৃষ্টি বৃথা হইত
Sraboni
... min to read
Listen
অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীবসৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব পূরণে এতাে উদ্যোগ। আমাদের সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থানু-স্থবির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযােগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে ।
Post a Comment